রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব- করোনার হাত থেকে রক্ষা পায়নি কেউই। এবার করোনায় আক্রান্ত হলেন বিধানসভার বিরোধী দলনেতা চাঁপদানির কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। গত শনিবার তিনি দার্জিলিং যান এবং সোমবার ফেরেন। তারপর থেকে কিছু শারীরিক দুর্বলতা অনুভব করায় মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসলে বুধবার দুপুরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রের খবর তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।