চলতি বছরে করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে বিভিন্ন অঞ্চলে ছট পুজোর পুণ্যার্থীদের জন্য কৃত্রিম জলাশয় বানিয়ে দিয়েছিল কলকাতা পুরসভা। এবার কলকাতা পুরসভার উদ্যান দফতর তরফে জানিয়ে দেওয়া হল, ছট পুজো কেটে গেলেই কৃত্রিম জলাশয় ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে। প্রথমেই, কৃত্রিম জলাশয় থেকে জমা জল সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি মাঠে যে সমস্ত কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে, সেগুলি ভাঙ্গার পর মাঠ সম্পূর্ণ পরিষ্কার করতে হবে।