গত কয়েকমাস ধরেই জুট বোর্ড পাটের সর্বোচ্চ মূল্য নির্দিষ্ট করে দেওয়ার বিরুদ্ধে সুর ছড়িয়েছেন বিজেপি সংসদ অর্জুন সিং। শুধু তাই নয় এই জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। অর্জুন-পীযূষ বৈঠকের পরেই বরফ গলেনি অর্জুনের, বরং অর্জুন জানিয়ে দিয়েছিলেন ৯ মে পর্যন্ত সিদ্ধান্ত বদল না হলে বৃহত্তর আন্দোলের পথে যাবেন তিনি।
আর এদিন জুট বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো পাটের সর্বোচ্চ মূল্য নির্দিষ্ট করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আর এই খবর জানিয়ে অর্জুনকে ফোন করে খোদ বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল। সূত্রের খবর অনুযায়ী, এই সিদ্ধান্তের জন্য অর্জুন সিং ধন্যবাদ জানিয়েছেন।
গত বেশকিছু ধরেই বেসুরে গাইছিলেন অর্জুন, নিজের দলের প্রতিই বারংবার ক্ষোভ উগরে দিতে দেখা গেছে বিজেপির এই সাংসদকে। এমনকি দলের বিরুদ্ধেই পথে নামার হুঁশিয়ারিও তিনি দিয়েছিলেন এই পাট শিল্পকে নিয়েই।
তাহলে শেষ পর্যন্ত কি “অর্জুন-বিদ্রোহ” থামাতেই কি এহেন সিদ্ধান্ত নিলো জুট বোর্ড। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, সম্প্রতি দিল্লি থেকে ফিরে তিনি বলেন, বিজেপিতে থাকবেন কি না তা ১৫ দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।