সাম্প্রতিক হাইনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদে পাঠানো হয়েছিল একটি চালকহীন মহাকাশযান। চিনা মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছিলেন, মূলত চাঁদ থেকে নমুনা সংগ্রহ করতেই চালকহীন মহাকাশযান ‘চাঙ্গে-৫’ মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হয়েছে। আর এবার সাফল্যের স্বাদ পেল চীন। জানানো হয়েছে, এদিন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে রোবটিক মহাকাশযান ‘চাঙ্গে-৫’। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, সঠিক নমুনার খোঁজে খুব শীঘ্রই চাঁদের মাটি খনন শুরু করবে ল্যান্ডার। পূর্বে চিনা মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, অভিযানটি প্রায় কুড়ি দিন ধরে চলবে এবং চিনা মহাকাশ গবেষণার ইতিহাসে এটিই সবচেয়ে জটিল অভিযান।
বর্তমানে জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই পৃথিবীতে ফিরে আসবে চন্দ্রযানটি।