ঘটনাটি ২০০১ সালের। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে চুরি যায় চার্লস ডারউইনের দুটি নোটবুক। সেই সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়, ছবি তোলার জন্য স্পেশাল কালেকশন রুমের বাইরে আনা হয়েছিল নোটবুক গুলি। তারপর থেকে খোঁজ মিলছে না।
এরপর কেটে দিয়েছে ২০ টা বছর। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান কুড়ি বছর পার করে জানাচ্ছেন , এত বছর খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি নোটবুক দুটি। লাইব্রেরিয়ান সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, এগুলোর ব্যাপারে কেউ যদি কিছু জানতে পারেন তাহলে দয়া করে যেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।
চুরি যাওয়া নোটবুক গুলির মধ্যে একটিতে বিবর্তনের সম্ভাব্য নানা দিক ডায়াগ্রাম এর মাধ্যমে দেখিয়েছিলেন ডারউইন।