রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ করোনার হাত থেকে রক্ষা পায়নি কেউই। আর এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদার। সূত্রের খবর অনুযায়ী, প্রবীণ সিপিএম নেতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আশি বছর বয়সী তড়িৎ বাবুর অবস্থা আশঙ্কাজনক। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হচ্ছে তাকে এবং অক্সিজেন-ও দিতে হচ্ছে।