বর্তমান করোনা আবহেও দেশজুড়ে নারী নির্যাতনের মতো ঘটনা কোনো অংশেই কমেনি। বরং দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়তই নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা শিরোনামে উঠে আসছে। আর এবার নারীসুরক্ষা নিশ্চিততর করতে কঠোর আইন প্রণয়ন করতে চলেছে মহারাষ্ট্র সরকার। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে খসড়া বিল পেশ করা হয়েছিল। এদিন এই খসড়া বিলে অনুমোদন দিলো উদ্ধব ঠাকরে মন্ত্রিসভা। ধর্ষণ, অ্যাসিড হামলা ও শিশু নিগ্রহ রুখতেই এমন পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের।