শাহরুখ ভক্তদের জন্য সুখবর। আবারো রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের বাদশা। আর তার আভাস দিতেই বুধবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’র টিজার। দীর্ঘ চার বছর পর পর্দায় আসার সুখবর মিললেও এখনই মিলবেনা কিংয়ের ঝলক তাই টিজারের শুরুতে জন আব্রাহাম এবং দীপিকা পাডুকনকে দেখা গেলেও টিজারে আবছাই রয়ে গেছেন কিং খান।

২০২৩সালের ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলছে বহু প্রতীক্ষিত এই ছবি। যদিও এর আগে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বহুবার শুটিং বন্ধ রাখতে হয়েছে নানা কারনে, তবে সম্প্রতি প্রকাশ্যে আসা এই ছবির টিজার দেখে একটাই প্রশ্ন উঠেছে, থমকে থাকা কেরিয়ারকে অক্সিজেন জোগাতেই কি দেশভক্তের চরিত্রকে বেছে নিলেন শাহরুখ খান ?

পুত্র আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকে রাজনৈতিক ভাবে একটু কোনঠাসা হয়ে পড়লেও বুধবার প্রকাশিত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর এক অফিসারের কথায় স্বস্তির শ্বাস ফেলেছেন পিতা পুত্র দুজনেই। এ ঘটনা শাহরুখের ভাবমূর্তিকে কিছুটা কালিমালিপ্ত করলেও ভক্তদের একাংশের সমর্থন সর্বদা তার পক্ষেই। আর এমুহুর্তে প্রয়োজন বক্স অফিসে একটা হিট ছবির, তাই দর্শকদের মন আবারো জয় করতে দেশভক্তের চরিত্রই বেছে নিলেন রোম্যান্স কিং।