দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে শুরু করে কাভি খুশি কাভি গাম তারপর কেটেছে মাই নাম ইস খান থেকে দিলওয়ালের ক্রেজ, আপাতত ৮ বছর ধরে ভক্তরা অপেক্ষায় রয়েছে তাদের প্রিয় জুটিকে বড়পর্দায় দেখার , কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হবে ?
অবশেষে প্রতীক্ষার অবসান, বড়পর্দায় আসতে চলেছে শাহরুখ-কাজল জুটি ,কারণ জোহার পরিচালিত ছবি ‘রকি আউর রানি কি প্রেম কহানি’ তে ক্যামিও দৃশ্যে দেখা যেতে পারে এই জুটিকে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট এবং রণভীর সিংকে , তার তার সাথেই কোনো একটি নাটকীয় দৃশ্য বা গানের দৃশ্যে অল্প সময়ের জন্য দেখা যেতে পারে এই দুই তারকাকে।
তবে কিংখানের আগামী ২ বছরে ২টি বড়ো প্রজেক্ট আসতে চলেছে , তার মধ্যে কি ‘রকি আউর রানি কি প্রেম কহানি’-র জন্য সময় বের করতে পারবেন শাহরুখ ? জানা গিয়েছে ১দিনের সময় তিনি বার করেছেন প্রিয় বন্ধু করণের জন্য, আপাতত সেই সময়ের মধ্যেই শুটিং সেরে ফেলার প্রস্তুতি চলছে !!
আলিয়া, রণভীর ছাড়াও এই সিনেমাটিতে বিশেষ দৃশ্যে দেখা যাবে শাবানা আজমী, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে, আর তার পাশাপাশি এবার যুক্ত হলো শাহরুখ-কাজলের নাম ,তাহলে বলা চলে নিঃসন্দেহে নতুন কিছু আসতে চলেছে সিনেমাপ্রেমীদের জন্য।