মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)র নয়া ঘোষণা অনুযায়ী মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত নন আরিয়ান খান। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তরত ওই দলের শীর্ষ কর্তাদের দাবি, শাহরুখ খান পুত্রকে গ্রেফতারের পিছনেও অনেক ফাঁক রয়েছে ,এমনকি তার মোবাইল ফোন আটক এবং ফোনের কথাবার্তা কেন দেখা হয়েছিল সে বিষয়ে তদন্ত করতে গিয়ে তারা জানান যে, আরিয়ান খানের ফোনের কোনও বাক্যালাপে মাদক সম্বন্ধীয় কোনও তথ্যের উল্লেখ নেই। তারা আরো দাবি করছেন, এনসিবির তরফে সেদিনের অভিযানের কোনো ভিডিও রেকডিং নেই ফলে ওই মাদক মামলায় একাধিক আসামির থেকে যে পরিমান মাদক উদ্ধার হয়েছে তার কোনো প্রমান দিতে পারবে না ওই সংস্থা।