টেলিগ্রাম, লাইন, ইমো এর সাথে টিকে থাকার লড়াই, হোয়াটসঅ্যাপ আনতে চলেছে বেশকিছু নতুন আপডেট, যেগুলো এর আগে অন্য চ্যাটিং অ্যাপে থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সেই সুযোগ পাননি।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হন সেটা হলো বড়ো ফাইল আদানপ্রদান, ১০০ মেগাবাইটের বেশি মেমোরির কোনও ফাইল আদান প্রদান করা যায় না হোয়াটসঅ্যাপে। নতুন সংযোজনে এই ঘাটতিও মিটিয়েছে মেটা কতৃপক্ষ , জানা গিয়েছে যে আপডেট আসতে চলেছে সেখানে সর্বোচ্চ ২ গিগাবাইট মেমোরির ফাইল আদানপ্রদান করা যাবে কিন্তু সেটা শুধুমাত্র ডকুমেন্ট জাতীয় ফাইলের ক্ষেত্রেই।
এরপর যে সংযোজন হতে চলেছে তা হলো , এবার থেকে মেসেজের প্রতিক্রিয়ায় দেওয়া যাবে ‘ইমোজি রিয়াকশন’ , যে সুবিধা গ্রাহকেরা এতদিন পেয়েছেন মেটার অন্য অ্যাপ ইনস্টাগ্রাম বা ফেসবুকের মেসেঞ্জারেও। কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপেও আপনি এই সুবিধা পাবেন।
মেসেজের ওপর কয়েক সেকেন্ড টাচ করে রাখলেই দেখা যাবে রিয়াকশনের বিকল্প ইমোজিগুলি , আর সেইখান থেকেই পছন্দ করে নিতে পারবেন গ্রাহকেরা।
দেখা গিয়েছিলো হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি বদলের খবরের পর ক্রমশই কমছে ব্যাবহারকারির সংখ্যা। যদিও সংস্থা তরফে আগেই ঘোষণা করা হয়েছিল কোনোরকম গোপনীয়তার নীতি বদল হবেনা , তবুও মন টেকেনি ব্যবহারকারীদের। আর এবার ব্যবহারকারীদের মন জোগাতে নতুন নতুন বেশকিছু সংযোজন আঁচে মেটা কতৃপক্ষ।
প্রসঙ্গত কিছুদিন আগেও নতুন নতুন ইমোজিও এনেছে হোয়াটসঅ্যাপ।