উৎসবের মরসুম কেটে গিয়েছে বললেই চলে। দুর্গাপুজো কালীপুজোর পর এখন চলছে জগদ্ধাত্রী পুজো। চলতি বছরে আদালত তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছিল কোনরকম আতশবাজি ফোটানো যাবে না। শহরের অধিকাংশ জায়গাতেই আদালতের নির্দেশ মেনে কালীপুজো এবং ছট পুজোতে বাজি ফাটানি। কিন্তু এখনো বাকি রয়েছে জগদ্ধাত্রী পুজো এবং জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। রাজ্য তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজোতেও যেন বাজি না ফাটে তার দিকে নজর রাখার জন্য। এর মধ্যেই পঞ্চসায়র থানার আধিকারিকেরা পঞ্চসায়র মেইন রোড থেকে একটি বাজি ভর্তি পলিথিন ব্যাগ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা ওই বাজি ভর্তি পলিথিন ব্যাগ রাস্তায় রেখে গিয়েছে।
পাশাপাশি এদিনই গার্ডেনরিচ থানার পুলিশ নিষিদ্ধ বাজি সমেত গ্রেপ্তার করে দুই যুবককে। পুলিশ জানিয়েছে, এদিন আঁকড়া রোড এবং গার্ডেনরিচ রোড মোড়ে ওই দুই যুবক প্রায় ২৫ কিলোগ্রাম নিষিদ্ধ বাজি সহ ধরা পড়ে।