গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হক বর্তমানে জেল হাজতে রয়েছেন। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত গরু পাচারের চক্র চালিয়েছেন। মালদহ,মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা সীমান্ত অবধি তার এই চক্র বিস্তৃত ছিল। তদন্ত চালানোর পর সিবিআইয়ের দাবি,রাজ্য পুলিশ,বিএসএফ ও শুল্ক দফতরের অফিসারদের মদতেই এনামুল এই চক্র গড়ে তুলেছিল। বর্তমানে এনামুল ও বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার জেল হাজতে রয়েছেন। এই গরু পাচার কান্ডেই সিবিআই বিএসএফের এক কর্তাসহ চার অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। সিবিআই সূত্রে খবর,হাজিরা দেননি ওই চার অফিসার। তারা বেশকিছুদিনের সময়সীমা বাড়ানোর আর্জি চেয়ে চিঠি দিয়েছে সিবিআইকে। সিবিআই সূত্রে খবর,এই চক্রে বিএসএফের আরো অফিসারের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তাই ওই চক্র চলাকালীন মালদহ,মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার সীমান্তে কোন অফিসার কোন দায়িত্বে ছিলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই ওই চার অফিসারকে তলব করা হয়েছিল।