যাকে বলে ‘ উদোর পিন্ডী বুধোর ঘাড়ে ‘, করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে , হাসপাতাল সূত্রে খবর পেয়ে বিরাটী থেকে তার পরিবার হাসপাতালে পৌঁছে মৃতদেহ করোণা বিধি মেনে সৎকার করার পর আগামীকাল তার শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করতে যখন ব্যস্ত , ঠিক সে সময় ফের হাসপাতালে ফোন ‘ আপনাদের রোগী সুস্থ হয়ে উঠেছে , বাড়ি নিয়ে যান ‘ , আর বিষয়টি জানাজানি হতেই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় উত্তর দমদমের বাম বিধায়ক তনময় ভট্টাচার্য ।