ফের বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা। এবার হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর এবং পুর কমিশনারের কাছে বিক্ষোভ দেখালেন কয়েকশো স্বাস্থকর্মী।স্থায়ীকরণসহ পাঁচ দফার দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারীরা প্রথমে জেলার স্বাস্থ্য আধিকারিক ও পরে পুর কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। স্থায়ীকরণের পাশাপাশি সমকাজে সমবেতন ,নির্দিষ্ট বেতন কাঠামোসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা বঙ্কিম সেতুর কাছে একটি সভাও করেন। সেখানেই তাদের দাবিগুলি স্পষ্টভাবে তুলে ধরেন তারা। বিক্ষোভের কারণেই করোনা পরিস্থিতিতেও তারা কর্মবিরতিতে থেকেছেন। হাওড়া পুরসভা সূত্রে জানানো হয়েছে , বিক্ষোভকারীদের জমা দেওয়া স্মারকলিপি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।