আত্মনির্ভর ভারত প্রকল্পে রাজ্যের বিপুল সাফল্য , বাংলার অশোকনগর-কল্যাণগড় পৌরাঞ্চলে মিলল মাটির নিচে বিপুল পরিমাণে খনিজ তেল এবং গ্যাসের ভান্ডার , ২০০৯ সালে শুরু হয়েছিল প্রাথমিক পর্যায়ের কাজ , স্থানীয় বাইগাছি এলাকার সামান্য জমিতে শুরু হয়েছিল প্রাথমিক খনন কার্য , ২০১৪ সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হলে , আরো খানিকটা জমি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অধিগ্রহণ করে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের কাজ । ২০১৭ সালে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবার আগেই সেখানে যে খনিজ তেল ও গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে তা নিয়ে নিশ্চিত হন ও এন জি সি , আর সে বছরই তেল ও গ্যাস উত্তোলনের জন্য গাঁটছড়া বাঁধা হয় ইন্ডিয়ার সাথে । শুরুতে চার একর, আর এখন আরও ১২ একর জমি ও এন জি সি চেয়েছে রাজ্য সরকারের কাছে । আর সে কাজও শুরু হয়ে গেছে । যতদূর জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করতে অশোকনগরে আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর মন্ত্রীর আসার পথ সুগম করতে অশোকনগর নৈহাটি রোড থেকে সোজা তেল উত্তোলন কেন্দ্র পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় । তবে তেল উত্তোলনের জন্য যে ১২ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে, তাতে জমির মালিকদের জমি দিতে আপত্তি না থাকলেও তারার চিন্তায় উপযুক্ত ক্ষতিপূরণের জন্য । সে যাই হোক , অশোকনগরে খনিজ তেল এবং গ্যাস উত্তোলনের যে কাজ শুরু হয়েছে তাতে বাংলায় যে কর্মসংস্থানের একটা দিগন্ত খুলে যেতে পারে, সে বিষয়ে কোনো সংশয় নেই ।