অন্যান্য বছরের মতো চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান নাও হতে পারে। প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৪ ডিসেম্বর। কিন্তু চলতি বছরের চিত্রটা অন্যরকম। করোনা আবহে বাতিল করা হয়েছে অনেক কিছুই। এমনভাবে সমাবর্তন অনুষ্ঠানও বাতিল করা হতে পারে।
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অন্দরমহল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, চলতি বছরে সমাবর্তন অনুষ্ঠান না করে ছাত্র-ছাত্রীদের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হোক। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।