এদিন কার্তিক তিওয়ারি তথা কার্তিক আরিয়ানের ৩০ তম জন্মদিন ছিল। ‘পেয়ার কা পঞ্চনামা’ থেকে শুরু করে ‘সনু কি টিটু কি সুইটি’ একে একে একে নিজের সিনেমা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে কার্তিক মন জয় করেছে দর্শকদের।
জন্মদিন উপলক্ষে নিজের পরবর্তী প্রজেক্ট এর এক ঝলক দর্শকদের ‘রিটার্ন গিফ্ট’ দিলেন স্বয়ং অভিনেতা কার্তিক।
তিনি সোশ্যাল মিডিয়াতে তার পরবর্তী প্রজেক্ট ‘ধামাকা’ একটি ছোট ভিডিও পোস্ট করেছেন। ক্যাপসনে লিখেছেন, ‘আজ আমার জন্মদিন, ধামাকা তো হবে ই’!