চলতি বছরে অতিমারি পরিস্থিতিতে করোনা প্রাণ কেড়েছে বহু অমূল্য ব্যক্তিত্বের। এবার করোনায় প্রয়াত তুলনামূলক সাহিত্যের শিক্ষক, ভাষাবিদ স্বপন মজুমদার। বেশ কিছু বছর আগে স্ট্রোকে হারিয়েছিলেন কর্ম ক্ষমতা। শেষ কিছুদিনে হারিয়েছিলেন বাকশক্তি ও। সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন করোনায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। স্বপন বাবু ছিলেন এক সম্মানীয় ব্যক্তি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে শিক্ষকতা শুরু করেন। তারপর বিশ্বভারতীর রবীন্দ্রভবনে অধিকর্তা পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। তারপর আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। এছাড়াও ভারত সরকারের পক্ষে তিনি ফিজিতে কালচারাল অ্যাটাশে ছিলেন। রবীন্দ্রনাথের পরিবেশ চর্চা নিয়েও তিনি গবেষণা করেছিলেন। তা নিয়ে একটি বই ও লেখেন তিনি।তার প্রয়ানে গভীরভাবে শোকাহত সাহিত্য মহল।