আগামী ২৬ নভেম্বর বিজেপি ছাড়া সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি শ্রম এবং কৃষি বিলের বিরোধিতা ধর্মঘটের ডাক দিয়েছে। এবার ওই ধর্মঘটের সমর্থনে পথে নামল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন। তারা দাবি জানিয়েছেন, শ্রম ও বিল এবং কৃষি আইন বাতিল করতে হবে। পাশাপাশি, চিকিৎসা সরঞ্জাম এর ওপরে জিএসপি প্রত্যাহার করে দাম কমাতে হবে। এদিন রিপ্রেজেন্টেটিভ এর সংগঠনটি এন্টালী রাজ্য দপ্তর থেকে ধর্মতলা পর্যন্ত। সভায় উপস্থিত ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়। তারা ডাক দেন ধর্মঘটের দিন অনলাইন এবং ফিল্ডে কাজ বন্ধ রাখার।