এদিন নেতাজি মেট্রো স্টেশনে , দমদম গামী একটি মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর মেট্রো কর্তৃপক্ষ উত্তমকুমার স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে যাত্রীদের নামিয়ে আনেন। মেট্রো কর্তৃপক্ষ কোনো রকম ঝুঁকি নিতে চায়নি।
যাত্রীদের অন্য ট্রেনের দমদমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মেট্রো সূত্রের খবর অনুযায়ী, তারপর আধঘন্টা মেট্রো চলাচল ব্যাহত ছিল। তবে যাত্রীরা জানিয়েছেন, আপলাইনে দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধু ছিল।
৬ মাস বন্ধ থাকার পর, আনলক পর্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে মেট্রো পরিষেবার ওপর থেকে। তারপর থেকে স্বাভাবিকের তুলনায় অনেক কম ট্রেন নিয়ে চলছে মেট্রো পরিষেবা। তার মধ্যেও দুইবার ব্যাহত হলো মেট্রো পরিষেবা, যা নিয়ে চিন্তিত নিত্যযাত্রীরা।