N-95 সহ ফিল্টার থাকলে বাতিল যেকোনো নামী কোম্পানির মাস্ক, নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

ভালভ রয়েছে, এমন এন- 95 মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
নোবেল করোনাভাইরাস বাতাস বাহিত হয়ে সংক্রমণ ঘটাতে সক্ষম বলে সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । তার ভিত্তিতেই এই পরামর্শ। শ্বাস নেওয়ার সুবিধার জন্য অনেক মাস্ক এর সামনে যে সাদা ছিপির মত অংশটি থাকে, সেটি হল ভালভ। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভাল্বের ফিল্টার বাইরে থেকে বাতাস বাহিত ভাইরাস আটকে দেয়। কিন্তু মাস্ক পরিহিত ব্যক্তি নিজেই সংক্রমিত হলে তার নাক মুখের ভাইরাস বাল্বের মধ্যে দিয়ে বেরোতে পারে। এই যুক্তিতে কেন্দ্রীয় কর তারা মনে করছেন, বদ্ধ ঘরে বা কর্মস্থলে ভালভ যুক্ত n95 মাস্কের ব্যবহারে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই প্রয়োজনে ঘরে তৈরি ও ভালভ বিহীন মাস্ক ব্যবহারের জোর দিয়েছে সরকার।

Covid

Co