আগরপাড়া নেতাজি শিক্ষায়তন হাই স্কুলের ১৩জন পরীক্ষার্থী সময়মতো হাতে এডমিট কার্ড না পাওয়ায় দিতে পারলনা এবছর মাধ্যমিক পরীক্ষা।ওই ১৩জন পড়ুয়াদের মধ্যে পরীক্ষা দিতে না পারায় একজন ছাত্র আত্মহত্যা করার চেষ্টা করলে অভিভাবকদের ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগে এদিন স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ওই পড়ুয়াদের অভিভাবকরা। এমনকি ছাত্র সহ তাদের অভিভাবকরা স্কুলের ভেতর ঢুকে স্কুলের শিক্ষকদের মারধর পর্যন্ত করে।অভিযোগ, অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের মুখে কালি মাখিয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। ওই পড়ুয়াদের পরীক্ষার দাবিতে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারী অভিভাবকেরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।