নৈহাটি স্টেশনের ভূগর্ভস্থ পথে এক সেনা কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ভূগর্ভস্থ পথে দেহটি পরে থাকতে দেখে পথচারীরা রেল পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নৈহাটী মাতৃসদন হাসপাতালে পাঠায়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, বছর ৪২র গুরনাম সিং আতপুরের সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। তবে তার শরীরের নিম্নাঙ্গ ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় চিকিৎসকরা প্রাথমিক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রমান লোপাটের জন্যই মৃত দেহটি সাবওয়েতে ফেলে দেওয়া হয়েছে।