গোপন সূত্রে খবর পেয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরের একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে হানা দিয়ে বছর ৩৮শের হবিবুর ওরফে হবি নামে এক মাদক সরবরাহকারীকে এলাকায় মাদক সরবরাহ করার জন্য হাতেনাতে গ্রেফতার করল পুলিশ।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান, ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৬৫ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দু লক্ষ টাকা। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
হরিশ্চন্দ্রপুর একের পর এক ব্রাউন সুগার সরবরাহকারী ধরা পড়ছে। যুব সমাজের একাংশ নেশা-গ্রস্ত। চিন্তায় বুদ্ধিজীবি মহল। অদূর ভবিষ্যতে প্রশাসনি কভাবে কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা না হলে ছাত্র যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাবে। এমনটাই মনে করছে এলাকার বুদ্ধিজীবি মহল।