স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে কংক্রিট ঢালাই করে তার ওপর বাথরুম তৈরি করল স্বামী, চাঞ্চল্য নদীয়ার শংকরপুর গ্রামে
স্ত্রীকে হত্যা করে বাথরুমের নিচে পুঁতে দিল স্বামী, এই পাশবিক এই ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শংকরপুর গ্রামে। জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত, আর সেই অশান্তির জেরে স্ত্রী চলে যেত তার বাপের বাড়িতে। প্রতিবেশীদের কাছেও এই পরিবারের নিত্যদিনের অশান্তি খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় সূত্রের খবর, দিন ১৫ আগে ফের অশান্তি হবার পর স্বামী রবীন্দ্রনাথ রায় তার তৃতীয় স্ত্রী মাম্পিকে হত্যা করে প্রমাণ লোপাট করতে নিজের বাড়ির সিঁড়ির নিচে গর্ত খুঁড়ে পুঁতে রেখে তার ওপর কংক্রিট ঢালাই করে দিয়ে সেই জায়গায় বাথরুম তৈরি করে দেয়। কয়েকদিন পর তার কুকীর্তির কথা বন্ধুদের কাছে বলে ফেলায় তারাই খবর দেয় ধানতলা থানায়।
প্রতিবেশীদের অভিযোগ রবীন্দ্রনাথ ওরফে রবীন জুয়া আর মদে আসক্ত থাকতো, প্রথম ও দ্বিতীয় স্ত্রীকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।তৃতীয় স্ত্রীকেও একই ভাবে অত্যাচার করত। খবর পেয়ে ধানতলা থানার পুলিশ রানাঘাটের বিডিও ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে আড়ংঘাটা হাসপাতলে প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট হাসপাতালে। আর ঘটনাটি জানাজানি হতেই পলাতক অভিযুক্ত স্বামী রবীন্দ্রনাথ রায়। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ালে স্থানীয় বাসিন্দারা চাঞ্চল্যকর এই ঘটনার সঠিক তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।