এয়ার বাবল চুক্তির মাধ্যমে আবারও চালু হতে চলেছে ভারত-থাইল্যান্ড বিমান পরিষেবা, এদিন এমনটাই জানিয়েছেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। এয়ার বাবল চুক্তির পরেই বিভিন্ন বিমান সংস্থা জানিয়েছে তারা আগামী সপ্তাহ থেকে বিমান চালাতে রাজি। ইন্ডিগো এয়ারলাইন্স ,স্পাইসজেট জানিয়েছে তারা প্রতিদিন কলকাতা-ব্যাংকক রুটে বিমান চালাবে এবং গো ফার্স্ট তরফে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকে তারা প্রতিদিন ফুকেট রুটের বিমান চালাবে।
এছাড়াও থাই এয়ারওয়েস এর একটি শাখা থাই স্মাইলও আগামী ১৬-ই মার্চ থেকে সপ্তাহে ৩দিন কলকাতা- ব্যাংকক রুটে বিমান চালাবে।অর্থাৎ বলা যেতেই পারে গত প্রায় ২ বছরের ভয়াল অভিজ্ঞতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।