মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে,কিভে আর কোনও ভারতীয় নেই তাই ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে আগামী ৩দিনে ইউক্রেনের পার্শবর্তী দেশগুলিতে পাঠানো হবে মোট ২৬টি বিমান। মঙ্গলবার ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার।এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পর বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা জানালেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্যে ভারত সরকারের পক্ষ থেকে সর্বত ভাবে চেষ্টা করা হচ্ছে, ইউক্রেন সীমান্তবর্তী দেশ রোমানিয়ার বুখারেস্ট, হাঙ্গেরির বুদাপেস্ট, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলি দিয়ে ভারতীয়দের উদ্ধারকাজ চলবে।
কেন্দ্রের তরফে আরো জানানো হয়েছে যে, ইউক্রেনে আটকে থাকা প্রায় ২০হাজার পড়ুয়ার মধ্যে প্রায় ১২হাজার পড়ুয়া ইউক্রেন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিছু ছাত্র পূর্ব ইউক্রেন দিয়ে সীমান্ত পেরচ্ছেন যে অঞ্চলে তেমন ভাবে যুদ্ধের প্রভাব পড়েনি। বাকি আটকে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে উদ্ধার আরো করতে তিন দিন সময় লাগবে। যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকা পড়ুয়াদের সাথে যোগাযোগের জন্যে একটি টুইটার হ্যান্ডেল তৈরী করার পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীকেও উদ্ধারের কাজে লাগানো হচ্ছে।