পানিহাটি ৮নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত পৌরপিতা অনুপম দত্ত খুনের ঘটনার ঠিক সাতদিনের মাথায়, শনিবার বিকেলে পানিহাটি পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নয়া বস্তি এলাকার মৌলানা সেলিম রোডে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ১০ বছর আগে বাবার খুনের বদলা নিতে, জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র ১৫দিনের মাথায় বছর ২৫’র শেখ আরমানকে এদিন নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।শেখ আরমানের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থেকে পুলিশের অনুমান, তাকে ভোজালিকে দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

গতকাল খুনের তদন্তে নেমে খড়দহ থানার পুলিশ গ্রেফতার করে শেখ বশির ওরফে ছানা এবং রমজান নামে দুই যুবককে।ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মৃতের ভাই শেখ রহমান অভিযোগ জানালেন, “এদিন শেখ আরমান আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে বেরোলে পথে তার ওপর দলবল সহ চড়াও হয় শেখ বশির এবং রমজান।” ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে এ প্রসঙ্গে ধৃত বশিরের বোন আসমা খাতুন জানিয়েছেন, মৃতের পরিবারের সাথে পুরোণো শত্রুতার জেরে তাদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত।