রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধায় যেখানে ভারতীয়দের সাথে দেশ ছাড়তে মরিয়া ইউক্রেনীয়রাও সেখানে ইউক্রেনের পক্ষ্যে সেনা বাহিনীতে যোগ দিলেন তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের যুবক সৈনিকেশ রবিচন্দ্রন। সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে প্রথম থেকেই ছিল রবিচন্দ্রনের কিন্তু উচ্চমাধ্যমিকের পর দুবার ভারতীয় সেনা বাহিনীতে চেষ্টা করলেও শারীরিক উচ্চতার কারনে সুযোগ মেলেনি দেশ সেবার। তবে সেখানেই তিনি থেমে না থেকে আমেরিকান বাহিনীতেও যোগদানের চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও নিরাশ হওয়ায় ২০১৮ সালে ইউক্রেনের খারকিভে পাড়ি দেন অ্যারোস্পেস নিয়ে পড়াশোনার জন্য। বর্তমানে তিনি খারকিভে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকেই পড়াশোনা করছেন।

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি শুরু হতে হতেই ইউক্রেনীয়দের সাথে সাথে বিদেশিদেরও সেনাবাহিনীতে যোগদানের জন্যে আহবান জানিয়েছিল সে দেশের প্রশাসন। আর সেনাবাহিনীতে যোগদানের এমন সুযোগ হাতছাড়া করতে চাননি রবিচন্দ্রন। বাড়ি ফিরে আসার জন্যে বাবা মায়ের অনুরোধ উপেক্ষা করে সে জানায় সে যোগদিয়েছে জর্জিয়ান ন্যাশনাল লিজিয়ঁ-র আধাসেনার ইউনিটে। বিদেশের মাটিতে রবির এহেন সিন্ধান্তে স্তম্ভিত বন্ধুবান্ধব থেকে তার গোটা পরিবার।