বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার ৩কিমি অদূরে কলিগ্রাম দোসরকি মোড় এলাকায়।স্থানীয় সূত্রে খবর,মঙ্গলবার গভীর রাতে রাজ্য সড়কের উপর অর্থাৎ চায়ের দোকান থেকে ১২ ফিট দুরত্বে পরপর দুটি বোমা ফেলে দুস্কৃতিরা। বিকট শব্দ পাওয়ার পরে ঘুম ভেঙে ঘর থেকে বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন সড়কের উপর বোমা ফাটানোর স্পষ্ট চিহ্ন রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি ও কৌটার অংশ।

গভীর রাতে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়বাসীন্দারা অবিলম্বে দুস্কৃতিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে। ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।