পয়েন্ট এর গোলমাল এর কারণে মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ডাউন বনগাঁ ও হাবরা লোকাল। ১১:৩০ এর ডাউন বনগাঁ লোকাল মধ্যমগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার সময় পয়েন্ট এর গোলমাল এর কারণে এক নম্বর লাইনের বদলে দু’নম্বর লাইনে ঢুকে পড়ে, কিন্তু সেইসময় ৫০ থেকে ১০০ মিটারের দূরত্বে একই লাইনে ছিল ডাউন হাবরা লোকালও। ট্রেনের চালক ও গার্ডের দক্ষতার কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও প্রায় দুই ঘন্টা ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে মধ্যমগ্রাম স্টেশনে।

এইঘটনার কারনে ডাউন বনগাঁ ও হাবরা লোকাল দীর্ঘক্ষণ মধ্যমগ্রামের কাছে দাঁড়িয়ে থাকায়, মধ্যমগ্রাম স্টেশন মাস্টারের ঘরে বিক্ষোভ দেখায় স্থানীয় কংগ্রেস কর্মীরা, এবং কেন ট্রেন দাঁড়িয়ে তার কোনও ব্যাখ্যা না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা বামুনগাছিতে যাত্রীরা বিক্ষোভে সামিল হয়। মধ্যমগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদিও ঘটনার জেরে বনগাঁ লাইনের সমস্ত লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে, ফলে আপ ও ডাউন— সমস্ত ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে।