মমতার আমলেই শুরু হয় রাজ্যে শিল্প সম্মেলন। গত বিধানসভা ভোটের পর থেকেই এমনকি ৪ পুরনিগম এবং ১০৮টি পুরসভার ফল প্রকাশের পরও মমতা জানিয়েছেন তার সরকারের লক্ষ্য আরো শিল্প এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তৃতীয় বার জয়ের পর প্রথম বাণিজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে আগেই মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে এ রাজ্যে শিল্প সম্ভাবনার কথা তুলে ধরতে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছিলেন, ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। ওই প্রাক্ বাণিজ্য সম্মেলনের বৈঠকে হাজির ছিলেন ইতালি, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, কেনিয়া, বসনিয়া ও হারজিগোভিনা, মালয়েশিয়া, মরক্কো এবং স্লোভেনিয়া-সহ বহু দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং দূতাবাসের আধিকারিকেরা। ছিলেন আমেরিকা, ব্রিটেন, জাপানের কনসাল জেনারেলরাও এবং তারা প্রত্যেকেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

এপ্রিলের ২০ ও ২১ তারিখ বিশ্ব বঙ্গ সম্মেলন হওয়ার কথা।তাই তার আগে সম্মেলনে কতজন শিল্পপতি অংশ নেবেন, কিভাবে সম্মেলন হবে, তাতে জেলা গুলি কি ভূমিকা পালন করবে প্রভৃতি বিষয়ে আলোচনার জন্যে এবং বিভিন্ন জেলায় নানা শিল্প বিকাশের পরিষ্কার চিত্র পেতে, আগামী বুধবার নবান্নে একটি জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, প্রত্যেক জেলা শাসক, ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তরের আধিকারিকেরা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত থাকবেন বুধবারের ওই বৈঠকে। এবারের সম্মেলন থেকে রেকর্ড অংকের বিনিয়োগ আশা করছে রাজ্য।