সংসারের দায়িত্ব সামলে টুকটাক হাতের কাজ করে ঘর সাজিয়ে থাকেন প্রায় সব গৃহিণীরাই।এবার সেই হাতের কাজের প্রতিভাকে কাজে লাগিয়ে উপার্জন করার উদ্দেশ্যে উদ্যোগী হয়েছেন নিজেরাই। ‘জাগরী’ ও বুটিক সংস্থা ‘বাঁশরী’র যৌথ উদ্যোগে গোবরডাঙ্গা অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আয়োজন করেছেন ‘ইচ্ছাপূরণ হাট’র। দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত গোবরডাঙ্গা যোগব্যায়াম সমিতির মাঠে পসরা সাজিয়ে বসেন উদ্যোগী গৃহবধূরা। ইতিমধ্যেই এই ‘ইচ্ছেপূরণ হাট’ শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে।

স্কুল শিক্ষিকা, গৃহবধূ, কলেজ ছাত্রী থেকে সমাজের প্রায় সর্বস্তরের মহিলারাই এসে ভিড় জমিয়েছেন এই হাটে, সাজিয়ে বসেছেন জামা কাপড় থেকে শুরু করে ইমিটেশনের গয়না, পোড়া মাটির গয়না, ঘরোয়া উপায়ে তৈরী রান্নার বিভিন্ন মশলা , আচার, পাঁপড় প্রভৃতি নানা দ্রব্যের পসরা।এই মুহূর্তে আছেন প্রায় ২২ জন সদস্যা তবে, এই ‘ইচ্ছাপূরণ হাট’ এখন আর গোবরডাঙার মধ্যে সীমাবদ্ধ নেই, ঠাকুরনগর, চাঁদপাড়া মসলন্দপুর সহ বিভিন্ন এলাকা থেকেও বহু আগ্রহীরা তাদের নিজেদের তৈরী সামগ্রী বিক্রির জন্যে নিয়ে আসেন এই ‘ইচ্ছেপূরণ হাটে’। আর স্থানীয় মহিলাদের এই উদ্যোগ চর্চিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনিক স্তরেও বহুল প্রশংসিত।