শুক্রবার সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড।সিবিএসই জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা এবং শেষ হবে আগামী ১৯ মে। করোনা অতিমারির কারনে ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সিলেবাস তাই এ বার আর দুটো ভাগে পরীক্ষা হবে না।পরীক্ষার সময়সীমা হবে দু’ঘণ্টা।

ছাত্র-ছাত্রীরা নিজেদের রোল নম্বরের সাহায্যে cbseresult.nic.in, results.gov.in -এই ওয়েবসাইটগুলি থেকে পরীক্ষার ফল ডাউনলোড করতে পারবেন।পাশাপাশি, উমঙ্গ অ্যাপ, আইজিআরএস, এসএমএস এবং ডিজিলকার প্ল্যাটফর্ম digilocker.gov.in এও পরীক্ষার ফল পাওয়া যাবে।তবে দ্বাদশের প্রথম টার্ম পরীক্ষার ফল ঘোষণা বিষয়ে পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছে বোর্ড।