বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ উঠল গাইঘাটা থানার অন্তরগর্ত চাঁদপাড়া বি এম পল্লী এলাকার এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, বছর ১৪র প্রতিবেশী নাবালিকা অন্বেষা বিশ্বাস ওই এলাকার বাসিন্দা গদাধর সাহার চার বছরের ছেলে অঙ্কিত সাহাকে বাড়ি থেকে তুলে নিয়ে বিক্রি করে দেয়।

ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা ওই যুবতীকে ধরে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেয় গাইঘাটা থানার পুলিশের হাতে। ধৃত নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে হাবরা স্টেশন থেকে বাচ্চাটিকে উদ্ধার করে হাবরা জিআরপি নিয়ে আসে গাইঘাটা থানায়। ঘটনায় ওই নাবালিকা কোনো শিশু পাচারকারী সাথে যুক্ত না অন্য কোন উদ্দেশ্য ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।