২০ হাজারের বেশি ভারতীয় এই মুহূর্তে আটকে রয়েছেন যুদ্ধবিধস্ত ইউক্রেনে। এরই মধ্যে ১১৫৬ জন ভারতীয় কেন্দ্রের সহায়তায় ফিরেছেন নিজের দেশে। কিন্তু ইউক্রেনেফেরত কোনো ভারতীয়কে কোভিড আইসোলেশানে রাখা হয়নি এমনটাই জানানো হয়েছে স্বাস্থমন্ত্রকের তরফ থেকে। শুধু তাই নয় , যুদ্ধ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ট্রাভেল এডভাইসারিতে একাধিক বদল এনেছে ভারত।
বলা হয়েছে ,পোল্যান্ড, হাঙ্গেরি বা রোমানিয়ার সীমান্ত হয়ে যে সমস্ত ভারতীয়রা ইউক্রেন থেকে দেশে ফিরবে তাদের জন্য কোবিড বিধি কিছুটা হলেও শিথিল। জানানো হয়েছে ,ইউক্রেন ফেরত ভারতীয়দের বিমানে ওঠার আগে কোভিড টিকাকরণের সার্টিফিকেট বা আরটি-পিসিআরের নেগেটিভ রিপোর্ট লাগবেনা। শুধু তাই নয় ,এয়ার সুবিধা পোর্টালে করোনা সংক্রান্ত তথ্যও আপলোড করা বাধ্যতামূলক নয়।
শুধুমাত্র ভারতে নামার পর টেস্ট মেণ ১৪ দিনের সেলফ মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে যুদ্ধ বিধস্ত ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয়দের।