বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তা নিয়ন্ত্রিত করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ছিল প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আর এ দায়িত্ব পালনে প্রশাসনের তরফে কলার টিউনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি নেওয়া হয়েছিল। যাতে সাধারণ মানুষ করোনা অতিমারীর কারনে আতঙ্কিত না হয়ে সচেতন থাকে সেটাই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য, তবে সচেতনতা রক্ষার্থে লাগু হওয়া এই নিয়মের ফলে অনেকেই বঞ্চিত হতেন নিজের পছন্দের গান কলার টিউন হিসেবে বেছে নেওয়ার সুবিধা থেকে। বর্তমানে কিছুদিন যাবৎ করোনার অতিসংক্রামক প্রকৃতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় আগামী ৩১শে মার্চ থেকে দেশে তুলে নেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা আইনের সমস্ত বিধি নিষেধ। আর বিধি নিষেধ তুলে নেওয়ার সাথে সাথে এবার উঠে যেতে পারে করোনা সচেতনতার কলার টিউন।

গত দু বছর যাবৎ কাউকে ফোন করতে গেলেই ওপ্রান্ত ফোনের রিং বাজার আগে ভেসে আসত কাশির শব্দ’র সাথে সচেতনতা বার্তা। এমনকি কিছুদিন আগে পর্যন্ত এই সচেতনতা বার্তার গলার শব্দ হিসেবে শোনা গেছে বিগ-বি’র গলার আওয়াজ। সূত্রের খবর, এবার সেই সমস্ত সচেতনতা বার্তা সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়েছে টেলি-যোগাযোগ দপ্তর। সেলুলার অপারেটরস এসোসিয়েশন অব ইন্ডিয়া এবং মোবাইল গ্রাহকদের বক্তব্য তুলে ধরে চিঠির মাধ্যমে জানানো হয় যে, ২১মাস হতে চলল সেখানে এই ঘোষণা গুলো মানুষের মধ্যে যতটা সচেতনতা বৃদ্ধির ছিল তা আগেই করে ফেলেছে ফলে বর্তমানে তা প্রয়োজনীয়তা কমে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত এই সচেতনতা বার্তার জন্য জরুরি ফোন কানেক্ট হতে দেরি হচ্ছে, অসুবিধার সম্মুখীন হওয়ায় গ্রাহকদের অনেকেরই প্রশ্ন কিভাবে এটি সরানো সম্ভব।