করোনা সংক্রমণ কিছুটা কমলেও তা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি, তবে এর মধ্যে জনসংখ্যার অধিকাংশ করোনা টিকার আওতায় চলে আসায় কিছুটা নিশ্চিন্ত হওয়া গেলেও শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে পুনরায় পড়াশোনা শুরু হওয়ায় করোনা সংক্রমণের বিষয়টি পুনরায় দাঁড়িয়ে ছিল প্রশ্নের মুখে। অভিভাবকরা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ইচ্ছুক থাকলেও চিন্তিত ছিল সংক্রমণের বিষয় নিয়ে। তবে চিন্তার অবসান ঘটিয়ে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় একটি ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, বুধবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরন প্রক্রিয়া। একইসঙ্গে ওই দিন থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেওয়ার ঘোষণাও করেছেন স্বাস্থ্যমন্ত্রী।প্রসঙ্গত, কেন্দ্রের পূর্ব বিবৃতি অনুযায়ী বড়দের টিকাকরণের জন্য ব্যবহৃত কোভ্যাক্সিনের পরিবর্তে হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিকাল ইভানসের তৈরি কোর্বেভ্য়াক্স টিকা দেওয়া হবে ১২-১৪ বছরের শিশুদের।
बच्चे सुरक्षित तो देश सुरक्षित!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) March 14, 2022
मुझे बताते हुए खुशी है की 16 मार्च से 12 से 13 व 13 से 14 आयुवर्ग के बच्चों का कोविड टीकाकरण शुरू हो रहा है।
साथ ही 60+ आयु के सभी लोग अब प्रिकॉशन डोज लगवा पाएँगे।
मेरा बच्चों के परिजनों व 60+ आयुवर्ग के लोगों से आग्रह है की वैक्सीन जरूर लगवाएँ।
সোমবার কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী টুইটারের মাধ্যমে যা জানিয়েছেন তার বঙ্গানুবাদ এই যে ‘শিশুরা সুরক্ষিত হলেই দেশ সুরক্ষিত। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ১৬ মার্চ থেকেই দেশে ১২ থেকে ১৪ বছরের শিশুদের টিকাকরণ শুরু হচ্ছে।’ টিকাকরন শুরু করার ঘোষণার সাথে সাথে অবিভাবকদের অনুরোধ করেছেন, তাঁরা যেন দ্রুত সন্তানদের নাম টিকাকরণের জন্য নথিভুক্ত করান।সােমবারের ওই টুইটে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান যে ষাটোর্ধ্ব ব্যক্তিরাও ওইদিন থেকে বুস্টার টিকা নিতে পারবেন, বুধবার থেকেই তাঁদেরও বুস্টার টিকা দেওয়ার কাজ শুরু হবে।