বিশ্বজুড়ে করোনার দাপট ফের ঊর্ধ্বমুখী। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট বিএ.২ এর অতি সংক্ৰমনতার কারণেই বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চীনের শিশুদের ওপর পরীক্ষায় প্রাথমিক পর্যায়ের রিপোর্টে জানা গেছে, অতিসংক্রামক প্রকৃতি ছাড়াও ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের অন্যান্য স্ট্রেনের তুলনায় এমনকি ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জার থেকেও বেশি সংক্রামক।বর্তমানে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ কোটির ঊর্ধ্বে। ভারতে কোভিডের টিকাকরণের হার উল্লেখযোগ্য ভাবে ঊর্ধ্বমুখী, এমনকি ভারতে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে ৫০ লক্ষেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে।

যেখানে বর্তমানে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৬০, সেখানে গত জানুয়ারি থেকে শুরু হওয়া ১৫-১৮বয়সীদের টিকাকরন প্রক্রিয়ার পর সেই টিকাপ্রাপকদের মধ্যে প্রতিষেধক নেওয়ার পর ১৬জন মারা গিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ার। শুক্রবার লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে তিনি জানান ১৫-১৮বছর বয়সীদের মধ্যে অন্তত ৯.১১কোটি কিশোর কিশোরীদের প্রতিষেধক দেওয়া হয়ে গেছে। তবে ওই প্রতিষেধক নেওয়ার পর ১৬জন মারা যাওয়ার ঘটনাটির বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তদন্ত শুরু করা হয়েছে।