করোনার তৃতীয় ঢেউ চলে যাওয়ার পরে গত সাত সপ্তাহে করোনার সংক্রমণের গ্রাফ ক্রমশ নিন্মমুখী হওয়ায় ধীরে ধীরে করোনার বিধি নিষেধ শিথিল করার পাশাপাশি আগামী ২৭শে মার্চ থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিবদের চিঠির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা জানিয়েছেন আগামী ৩১শে মার্চ থেকে কেন্দ্র সরকারের তরফে প্রত্যাহার করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা আইন, তবে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
স্বরাস্ট্র দপ্তর সূত্রে খবর ওই আইন প্রত্যাহার করে নেওয়ায় নৈশ্য কার্ফু, ভিড় সংক্রান্ত বিধি নিষেধ প্রত্যাহারের পাশাপাশি রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক জমায়েতের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপিত ছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে কোন রাজ্য যদি করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে কোন এলাকাকে কন্টেনমেন্ট জোন করে সেখানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করেন তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনের প্রয়োজন হবে না।

তবে কেন্দ্র যেখানে একদিকে বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহারের মাধ্যমে করোনা বিধি শিথিল করতে উদ্যোগী সেখানে, এমাসে অন্তত ৫৬৮টি ডেল্টাক্রন চরিত্রের নমুনা পাওয়া গেছে, যাদের মধ্যে ডেল্টা এবং ওমিক্রনের দুই প্রজাতিরই লক্ষণ পাওয়া গেছে। রাজ্য গুলির মধ্যে কর্ণাটক (২২১), তামিলনাড়ু (৯০), মহারাষ্ট্র (৬৬), গুজরাত (৩৩), পশ্চিমবঙ্গ (২৫), তেলেঙ্গানা (২০), ও দিল্লি (২০) তেও নতুন ভাইরাসের উপস্থিতি মিলেছে। যেখানে একদিকে ডেল্টার মারণ ক্ষমতা বেশি সেখানে ওমিক্রনের রয়েছে সংক্রমক ক্ষমতা, এই পরিস্থিতিতে সেই সমস্ত রোগীদের চিহ্নিত করে আলাদা না করতে পারলে ভারতে করোনার চতুর্থ ঢেউ শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।