আজ থেকে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে শুরু হল ১২-১৪ বছর বয়সী শিশুকিশোর-কিশোরীদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ।স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ২০০৮,২০০৯ এবং ২০১০সালে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করেছে , অর্থাৎ ১৬ই মার্চ ২০২২অনুযায়ী যে বাচ্ছাদের বয়স ১২ বছর পূর্ণ হয়েছে তারাই এই ভ্যাকসিন নেওয়ার উপযোগী।

প্রথম ডোজ দেওয়ার ২৮দিন বিরতির পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। রাজ্যের ২৮টি জেলায় ২৮লক্ষ ৮হাজার ৮০০টি টিকার ডোজ পাঠানো হয়েছে।টিকাকরন কর্মসূচির আগেই কেন্দ্রীয় সরকারের তরফে বাচ্ছাদের অবিভাবকদের তাদের সন্তানদের নাম নথিভুক্ত করনের জন্য বলা হয়েছিল।আধার কার্ড, স্কুলের আইকার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাশ বই, পাসপোর্ট, শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটের মতো পরিচয় পত্র দিয়ে কো উইন অ্যাপে নাম নথি ভুক্ত করা যাবে। এই কো উইন অ্যাপের মাধ্যমে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সারা ভারতে সাত কোটি এগারো লক্ষ শিশু-কিশোর-কিশোরীদের এই টিকাকরণের অন্তর্ভুক্ত করা যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।ফেব্রুয়ারিতে রাজ্যে কোর্বেভ্যাক্সের ৩০লক্ষ ডোজ টিকা এসেছিল রাজ্যে যার মধ্যে মুর্শিদাবাদ জেলায় ২লক্ষ ৬৮হাজার ২০০টি টিকার ডোজ পাঠানো হয়েছে, এবং লক্ষাধিক টিকা বরাদ্দ করা হয়েছে ডায়মন্ড হারবার বর্ধমান হুগলি হাওড়া প্রভৃতি জেলা গুলির জন্য।

প্রাথমিক ভাবে স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে এই টিকা দেওয়া হলেও পরে শিক্ষা দপ্তরের সাথে কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি থেকেও এই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।তবে স্কুল পড়ুয়াদের সাথে সাথে স্কুলছুটদেরও যাতে টিকাকরন সম্ভব হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে অনলাইন রেজিস্ট্রেশন আবশ্যিক নয়, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের পর্যাপ্ত উপলব্ধ এবং উপস্থিতির ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।