আজ ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। জলপাইগুড়ি আনন্দমডেল হাইস্কুলে এ বছরের মাধ্যমিক পরীক্ষার সিট পরেছে জেলা স্কুল ও কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের।আর দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ, তার জেরে জখম হলো তিন পরীক্ষার্থী।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আনন্দমডেল হাইস্কুলের বাইরে।অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানায় দারস্থ হন জখম তিন পরীক্ষার্থী, ছাত্রের অভিভাবক ও শিক্ষকরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় আনন্দমডেল হাইস্কুলের বাইরে।
অভিযোগ, প্রথমদিন শৌচাগারে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে বচসা হয়। আজ, শনিবার পরীক্ষার শেষ হতেই জেলা স্কুলের একাংশ পড়ুয়া স্কুলের বাইরে উত্তমেশ্বর হাই স্কুলের ছাত্রদের মারধর করে এতে ওই স্কুলের তিন ছাত্র জখম হয়।