মার্চের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৩১ডিগ্রি সেলসিয়াসের ঘরে, আগামী দিনে এই তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি ন্স পেলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অস্বস্তি বাড়তে পারে। কারন শীতের প্রকোপ কিছুটা কমতেই সক্রিয় বঙ্গপোসাগরীয় নিন্মচাপ। মৌসম ভবনের প্রকাশিত উপগ্রহচিত্র অনুসারে, দেশের দুই প্রান্তে অবস্থিত নিন্মচাপ এবং পশ্চিম মৌসুমী অক্ষরেখা দ্রুত প্রভাব বিস্তার করায় বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। উত্তর ভারতের উপকূলবর্তী এলাকার বড় অংশ ঘন মেঘে ঢাকা থাকলেও নিন্মচাপে প্রভাব সরাসরি বাংলার ওপরে না পড়লেও দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়ায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে ।
উত্তর ভারতের গরম শুকনো আবহাওয়া শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, কারন রাজস্থানের ওপর থেকে পাকিস্তানের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় কাশ্মীর ও হিমাচল প্রদেশের ওপর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।