বাঙালির পাতে আনুষ্ঠানিকভাবে ইলিশমাছ পড়তে বাকি রয়েছে একটা বেশ কটা দিন, কারণ সবে মাত্র বসন্ত এসেছে। কিন্তু এর মধ্যেই দিঘার মোহনায় অসময়ের ইলিশ , দামও নাগালের মধ্যেই। আর ইলিশপ্রিয় বাঙালির কাছে এর থেকে খুশির খবর মনে হয় কিছু হতে পারেনা।
জানা যাচ্ছে,গত কয়েকদিন ধরে সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে ইলিশ মাছ।মাছ বিক্রেতারা জানাচ্ছেন,ইতিমধ্যেই মোহনার বাজার থেকে প্রায় ৬০০ কুইন্টাল মাছ বিক্রিও হয়ে গিয়েছে। তবে এর মধ্যে কোনোটিই কিন্তু ছোট বা খোকা ইলিশ নয় প্রত্যেকটিই ৫০০-৬০০ গ্রাম ওজনের বড়ো ইলিশ।
হোলির জন্য দীঘাটে ছুটি কাটাতে যাওয়া পর্যটকেরা কিন্তু কার্যত ইলিশ মাছ কেনার আসায় ভিড় জমাচ্ছেন মোহনার মাছের বাজারে। মৎস্যজীবীরা জানাচ্ছেন,প্রতি কিলো ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে দেড় হাজার টাকা দরে যা অনেকটাই কম এমনকি বর্ষায় যে দরে মাছ বিক্রি হয় তার থেকেও কম।
আর অসময়ে এই বিপুল পরিমান ইলিশ মাছের দেখার মেলার ঘটনায় কার্যত হতবাক মৎস্যজীবীরা। তবে শুধুমাত্র দিঘা নয় , লালগোলা এলাকাতেও কিছু পরিমান ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বলে জানা গিয়েছে।