গভীর রাতে হানা দিয়ে মালদহের চাঁচলের অরবিন্দ পল্লি এলাকার ওই বাড়ি থেকে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড এবং ব্যাংকের পাস বই উদ্ধার করল চাঁচল থানার পুলিশ।অরবিন্দ পল্লির ওই বাড়ির মালিকের অনুপস্থিতে ভাড়াটেদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় প্রতিবেশীরা অভিযোগ জানায় চাঁচল থানায়। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিয়ে বিভিন্ন ঘর থেকে বিপুল পরিমাণে এটিএম কার্ড ব্যাংকের পাস বই গুলি উদ্ধার করার সাথে সাথে চারজনকে আটক করেছে চাঁচল থানার পুলিশ।ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নেওয়ার জন্য এদিন তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাঁচল সদর জুড়ে।