সুনামি সতর্কতা জারি জাপানে।বুধবার রাতে হটাৎই কেঁপে উঠল টোকিয়ো-সহ উত্তর-পূর্ব জাপানের বিরাট অঞ্চল। ওই অঞ্চলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমান এখনই জানা না গেলেও ভূমিকম্পের কারণে জাপানের ওই বিস্তীর্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিদ্যুৎ হীন হয়ে পড়েছে ২২ লক্ষেরও বেশি বা়ড়ি।স্থানীয় সময় রাত ১১:৩৬ নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ফুকুশিমা সৈকতের কাছেই সমুদ্রের নীচে, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিও থেকে ২৯৭ কিলোমিটা উত্তর পূর্বে।

সমুদ্রের নিচে মাটির ৬০ কিলোমিটার গভীরে কম্পন হওয়া সত্বেও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা প্রায় ৭.৩। কম্পনের পরেই এক মিটার উঁচু সুনামির সতর্কতা জারি করার সাথে সাথে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা।টোকিয়োর বিদ্যুৎ সরবরাহ সংস্থা টেপকো দ্রুততার সাথে বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য তৎপর হলেও, ওই বিস্তীর্ন অঞ্চল জুড়ে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা শুরু করা বেশ সময়সাপেক্ষ বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
An earthquake of magnitude 7.1 occurred 297km Northeast of Tokyo, Japan, at around 8.06 pm today, as per National Center for Seismology.
— ANI (@ANI) March 16, 2022
জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা সাংবাদিকদের জানিয়েছেন, টোকিয়ো-সহ উত্তর-পূর্ব জাপানের বিরাট অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমান জানার জন্য বায়ুসেনার সাহায্য নেওয়া হচ্ছে।বায়ুসেনা মুখপাত্র জানান, হিয়াকুরি বিমানঘাঁটি থেকে বেশ কয়েকটি কপ্টার ইতিমধ্যেই ফুকুশিমা চলে গিয়েছে। অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমান জানার সাথে সাথে এত বড় ভূমিকম্পের পরে উত্তর-পূর্ব জাপানের মিয়াগিতে ওনাগাওয়া পরমাণু কেন্দ্রে কোনও ক্ষতি হয়েছে কি না তা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দেখা দিলেও পরমাণু কেন্দ্রের কর্তৃপক্ষে তরফে জানানো হয়েছে, সেখানে কোনও ক্ষতি হয়নি।
জাপানের পাশাপাশি এদিন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও ভূমিকম্পন অনুভূত হয়। বুধবার সন্ধ্যে ৭:০৫ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হলেও তার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ডের। ভূপৃষ্ঠ থেকে ১১০কিলোমিটার নীচে ৫.২ মাত্রার এই ভূমিকম্পের তীব্রতা মাঝারি মাপের হওয়ায় এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।