ইস্ট-ওয়েস্ট মেট্রো পথে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোয় যাতায়াতের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। তবে আগামী ১৫ মার্চ, মঙ্গলবার থেকে ১৭ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের মেট্রো পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, পূর্ব-পশ্চিম মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনের জন্য নতুন সফটওয়্যার বসানো, তার পরীক্ষা এবং ‘কমিশনার অব রেলওয়ে সেফটি’র পরিদর্শনের কারণে আগামী তিন দিন মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য তিন দিন মেট্রো বন্ধ থাকলেও আর পাঁচটা মেট্রো স্টেশনের চেয়েও শিয়ালদহ স্টেশনে মিলবে বাড়তি কিছু সুযোগ-সুবিধা। যাত্রী সুবিধার্থে এসক্যালেটর, লিফটের পরিষেবার সাথে সাথে শিয়ালদহ মেট্রোয় দু’পাশের দরজা দিয়েই প্ল্যাটফর্মে নামা যাবে এবং প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে থাকবে স্ক্রিন ডোর যা একমাত্র ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পরই খুলবে।ফলে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করার প্রবণতা বন্ধ করা যাবে বলে মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তাই শেষ মুহূর্তের কাজের চূড়ান্ত তদারকি করতেই তিন দিন বন্ধ থাকবে পূর্ব-পশ্চিম মেট্রো।