কামারহাটিতে আবারো মিত্র পরিবার। বুধবার সকালে কামারহাটি পুরসভার গণনা শুরু হওয়ার পর থেকেই ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মেঘনা মিত্র এগোতে শুরু করেন নিরাপদ ব্যবধানে, অবশেষে কামারহাটির বিতর্কিত বিধায়কের পুত্রবধূ মেঘনা মিত্র জয়ী ৪,৫৭০ ভোটে।শ্বশুর মদনের বিধানসভা কেন্দ্র কামারহাটির এবারের প্রার্থী হন মেঘনা মিত্র, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেন। এতবড় ব্যবধানে জয় লাভের পর পুরসভায় তাকে কোন পদ দেওয়া হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। ভোটের দিন কামারহাটিতে পুলিশের স্টিকার লাগানো গাড়ি ভাঙচুর নিয়ে গোলমাল হলেও ভোটের প্রচারে বড় সভার চেয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করাই ছিল তার এবারের জয়ের কৌশল এমনটাই মনে করছেন তার ঘনিষ্ট জনেরা।