পুরসভার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে মানুষের রায় কে স্বাগত জানিয়ে এদিন টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Heart-felt gratitude to Ma-Mati-Manush for according yet another overwhelming mandate to us. Congratulations to the winning candidates of All India Trinamool Congress in the Municipal Elections. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 2, 2022
এদিন টুইটে পৌর নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর সাথে সাথে মা-মাটি-মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি আরো বলেন যে, জনগনের প্রতি দলের দায়ব্ধতা এবং দায়িত্ব আরো বৃদ্ধি হল।